বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভ্যান-বাইক সংঘর্ষ, সাংবাদিক আহত

  •    
  • ২১ মে, ২০২১ ১৮:৪৪

জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে জিহাদের বুক, মুখমণ্ডল এবং চোয়াল থ্যাঁতলে যায়। তার একটি দাঁতও ভেঙে যায়।

রাজধানীর কাকরাইলে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ গুরুতর আহত হয়েছেন।

তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার সকাল ১০টার দিকে কাকরাইল মোড়ে কাভার্ড ভ্যানটি সাংবাদিক জিহাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক হাসানকে আটক করেছে পুলিশ। তার ভ্যানটি জব্দ করা হয়েছে।

জিহাদের সহকর্মীরা জানিয়েছেন, জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে জিহাদের বুক, মুখমণ্ডল এবং চোয়াল থ্যাঁতলে যায়। তার একটি দাঁতও ভেঙে যায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হালিম মোহাম্মদ বলেন, রক্তাক্ত অবস্থায় জিহাদকে তাৎক্ষণিক উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। তবে তিনি শঙ্কামুক্ত।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল বলেন, ভ্যানের চালকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর